অফিসের সাধারণ পরিচিতি
মহাদেবপুর উপজেলা সদরে আত্রাই নদীর পাড় সংলগ্ন মহাদেবপুর মৌজার ১ নং খাস খতিয়ানভূক্ত ৪৮৩ দাগের০.৯৭ -একর সম্পত্তিতে নিজস্ব ভবনে অফিস কার্যক্রম পরিচালিত হচ্ছে। ।
মৌজা ৩০৭ টি
মোট খাসজমির পরিমান- ২৮২৯.১৮একর।
কৃষিখাস জমির পরিমান- ৯০,৪১৩ একর।
অকৃষি২৯,৯৩,৭৯ একর
ভূমি উন্নয়ন কর (দাবী) (২০১১-২০১২ অর্থ বছর)
সাধারণ৪২,০৮,০৯১/-
সংস্থা২৭,৭৭,৩৩০/-
১৫ ফেব্রুয়ারি/২০১২ পর্যন্ত আদায়-
সাধারণ- ২২,২৭,৩১১/-
আদায়ের হার- ৫২.৯২% (জানুয়ারি,২০১২ পর্যন্ত)
হাট-বাজারে সংখ্যা২১ টি।
অফিসের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ
১. নামজারী/ জমা খারিজ /রেকর্ড সংশোধন সংক্রান্ত
২. কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান ও রক্ষণবেক্ষণ সংক্রান্ত
৩. অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত
৪. ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত
৫. সায়রাত মহাল ইজারা ও রক্ষণাবেক্ষণ সং্ক্রান্ত
৬. সার্টিফিকেট কেস সং্ক্রান্ত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস