Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা ভূমি অফিস, মহাদেবপুর, নওগা।

 

 
 

সেবার ধরণ

সেবা প্রাপ্তির জন্য অনুসরণীয় পদ্ধতি

প্রয়োজনীয় ফি ওনির্ধারিত নূন্যতম/ সর্বোচ্চ সময়সীমা

সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী পদবী

নির্ধারিত সময়ে সেবা না পেলে কি করণীয়

 

১) নামজারী/ জমা খারিজ/ রেকর্ড সংশোধন

সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে ফটোকপিসহ মুল দলিল ো বায়া দলিলের সাটিফাইড কপি বা মুল কপিসহ, ফটোকপি, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশন সনদ ও ওয়ারিশদের মধ্যে বন্টননামা দলিলের মুল/সার্টিফাইড কপি, দেওয়ানী আদালতের আদেশের ক্ষেত্রে জাবেদা নকল ও জমির পূর্ণাঙ্গ তফসিল (মেৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও জমির পরিমাণ ইত্যাদি) দাকিল করতে হবে। এ ছাড়াও আবেদনের সাথে আর এস খতিয়ানের জাবেদা নকল এবং খারিজ খতিয়ানের মূল কপিসহ ফটোকপি দাখিল করতে হবে।

কোন জটিলতা না থাকলে আবেদন করার ৩০(ত্রিশ) দিনের মধ্যে কার্যক্রম সমাপ্ত করা হয়। ৫/- (পাচ) টাকার কোর্ট দিয়ে আবেদন দাখিল করতে হবে। নোটিশ জারি ফি ২/-(দুই) টাকা (০৪জন পর্যন্ত, পরবতী প্রতি জনের জন্য ৫০ পয়সা হিসাবে) । এছাড়া প্রতিটি মিউটেশনের ফি ৪৩ (তেতাল্লিশ) টাকা এবং রেকর্ড সংশোধন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ডিসিআর মারফত জাম দিতে হবে।

সহকারী কমিশণার (ভূমি), কানুগো, সার্ভেয়ার, ভিপি সহকারী, সংশ্লিষ্ট জমা সহকারী এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরবার আপিল করা যাবে।

 

২) কৃষি খাস বন্দোবস্ত গ্রহন

কৃষি খাস জমি বন্দোবস্তের জন্য নির্ধারিত ফরমে ভূমিহীন সনদসহ আবেদন করতে হবে।

প্রতি একর বা তার অংশের জন্য ০১(এক) টাকা। নূন্যতম সময় ০৬(কর্মকর্তাউপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রস্তাব চুড়ান্ত অনুমোদনের জন্য জেলা কমিটিতে প্রেরণ করা হয়। জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক চুড়ান্ত অনুমোদন প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ইউনিযন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিযন পরিষদ চেয়ারম্যান।

জেলা প্রশাসক বরাবর আপিল করা যাবে।

 

৩) অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা

একসনা লীজ নবায়নের জন্য আবেদন করতে হবে।

লীজি কর্তৃক নির্ধারিত হারে লীজমানি ডিসিআর মারফত পরিশোধ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশণার (ভূমি)।

জেলা প্রশাসক আপিল/ আবেদন করা যাবে।

 

৪) বিবিধ মামলা(মিস কেস)

কোন অভিযোগ থাকলে সাদা কাগজে সংশ্লিষ্ট কাগজপত্রের কপিসহ আবেদন সহকারী কমিশণার (ভূমি) বরাবর করা যেতে পারে। 

নির্ধারিত কোর্ট ফি,

০১-০৩ মাসের মধ্যে শুনানী ও কাগজপত্র পর্যালোচনান্তে নিষ্পত্তি

সহকারী কমিশনার (ভূমি)

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আপিল করা যাবে।